রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের অস্ত্রসহ দুই কর্মীকে আটক করেছে।
শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানান বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান।
আটকরা হলেন- ওমর চাকমা (৩৪) ও রকেট চাকমা (২২)। এসময় তাদের কাছ থেকে একটি এলজি পিস্তল, দুই রাউন্ড অ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ জব্দ করা হয়।
ওসি আনোয়ার হোসেন খান বাংলানিউজকে বলেন, শুক্রবার ভোরে বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন, খাগড়াছড়ি রিজিয়নের অধীন নিরাপত্তা বাহিনীর একটি দল। অভিযানে ইউপিডিএফ’র দুই কর্মীকে অস্ত্রসহ আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইউপিডিএফ’র হয়ে চাঁদাবাজি, হত্যা, গুমের কাজে নিয়োজিক ছিল।
ওসি আরও বলেন, আটকদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে তাদের রাঙামাটি আদালতে পাঠাবো।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এনটি