ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

টিকা পেতে বিনামূল্যে রেজিস্ট্রেশনে সহায়তা করছে বিদ্যাউন্মোচন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
টিকা পেতে বিনামূল্যে রেজিস্ট্রেশনে সহায়তা করছে বিদ্যাউন্মোচন  টিকা পেতে বিনামূল্যে রেজিস্ট্রেশনে সহায়তা করছে বিদ্যাউন্মোচন 

কুমিল্লা: প্রত্যন্ত অঞ্চলের মানুষদের করোনা ভাইরাসের টিকা পেতে বিনামূল্যে রেজিস্ট্রেশনে সহায়তা করছে বিদ্যাউন্মোচন নৈতিক শিক্ষা ও সমাজকল্যাণ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নের মাওরাবাড়ী গ্রামে এ কার্যক্রম করে সংগঠনটি।

 

বিদ্যাউন্মোচন নৈতিক শিক্ষা ও সমাজকল্যাণ সংগঠনের সভাপতি এস এম ইমরান আহসান বলেন, প্রত্যন্ত অঞ্চলের সহজ-সরল মানুষদের করোনার টিকা পেতে আমরা এই ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম করছি। আমাদের এ কার্যক্রম আগামীতে অন্য কোনো গ্রামে অনুষ্ঠিত হবে।  

এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যাউন্মোচনের শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক জাহিদ সরকার, সাংগঠনিক সম্পাদক তাসরিফ মাহমুদ অয়ন, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান, কোষাধ্যক্ষ পারভেজুর রহমান সাকিব, ক্রিড়া বিষয়ক সম্পাদক ওবাইদুর ও ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সাজ্জাদ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন- মানবতার হাত সংগঠনের সভাপতি ফরহাদ ইসলাম হৃদয়, সাংগঠনিক সম্পাদক যাবের হোসাইন আশিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এমআরএ/এনটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।