নরসিংদী: নরসিংদীর শিবপুরে পুকুরের পানিতে ডুবে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার সৈয়দনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকার করিম মিয়া ছেলে জুনাইদ ও একই এলাকার রিপন মিয়ার ছেলে লিমন।
জানা যায়, শুক্রবার বিকেলে সৈয়দনগর বালুর মাঠে শিশু জুনাইদ ও লিমন বালুর মাঠে খেলতে যায়। এসময় তারা পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বাংলানিউজকে বলেন, এ বিষয়ে এখনো কেউ কিছু জানায়নি। আমরা পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এনটি