ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে বার্ধক্যজনিত কারণে আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম (৮২) মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ ফেনী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।  

এছাড়া ফেনী প্রেসক্লাবের সাবেক এ সভাপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বর্তমান সভাপতি শওকত মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ ক্লাবের সব সদস্যরা।  

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার জানান, আগামী শনিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় ফেনী আলিয়া মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে মরদেহ দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।