ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

এসপির বিরুদ্ধে ধর্ষণের এফআইআর নিলো থানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এসপির বিরুদ্ধে ধর্ষণের এফআইআর নিলো থানা

ঢাকা: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেনের বিরুদ্ধে এক নারী পরিদর্শককে ধর্ষণের অভিযোগ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) হিসেবে গ্রহণ করেছে উত্তরা পূর্ব থানা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে আদালতের নির্দেশক্রমে নারী পুলিশের ওই অভিযোগটি এফআইআর হিসেবে নেওয়া হয়।

শুক্রবার (১৩ আগস্ট) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, আদালত থেকে এ সংক্রান্ত কাগজপত্র হাতে পাওয়ার পর অভিযোগটি এফআইআর হিসেবে নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ ধর্ষণের অভিযোগ করেন ওই নারী পরিদর্শক। বিকেলে পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগটি এফআইআর হিসেবে নিতে উত্তরা পূর্ব থানাকে নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন>>

>>> এসপির বিরুদ্ধে ধর্ষণ মামলা এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ
>>> এসপির বিরুদ্ধে নারী পুলিশ কর্মকর্তার ধর্ষণ মামলার আবেদন

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।