ঢাকা: খাগড়াছড়ির বঙ্গলতলী এবং রাঙ্গামাটির নানিয়ারচরে আলাদা অভিযানে অস্ত্রসহ তিনজন ইউপিডিএফ (প্রসীত) সদস্য আটক করেছে সেনাবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, খাগড়াছড়ির বঙ্গলতলী নামক এলাকায় শুক্রবার (১৩ আগস্ট) আনুমানিক রাত ৩ টা ৪০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে ইউপিডিএফের (প্রসীত) দুইজন সক্রিয় সদস্যকে অস্ত্রসহ আটক করে।
আটক সন্ত্রাসীরা হলো- ওমর চাকমা (৩৪) এবং রকেট চাকমা (২২)। আটকদের কাছ থেকে একটি এলজি পিস্তল, ২ রাউন্ড গুলি, চাঁদা সংগ্রহের রশিদ বহি, মোবাইল সেট ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়।
আইএসপিআর আরও জানায়, আটকরা দীর্ঘদিন যাবত খাগড়াছড়ির করেংগাতলী এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিল এবং তারা এধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ওই এলাকায় অস্থিরতা সৃষ্টি করে আসছিল। তারা ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র শাখার সক্রিয় সদস্য বলে জানা যায়।
অপরদিকে, শুক্রবার আনুমানিক রাত ২ টায় গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অপর একটি টহল দল রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার হাজাছড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফের (প্রসীত) সশস্ত্র সন্ত্রাসী রুপায়ন চাকমা ওরফে গঙ্গামনিকে (৩৮) অস্ত্রসহ আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রাইফেল, ৫ রাউন্ড গুলি, ৩টি মোবাইল সেট, দু’টি ভোটার আইডি কার্ড, দু’টি চাঁদা আদায়ের রশিদ বহি উদ্ধার করা হয়।
পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় আইএসপিআর।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এমইউএম/ওএইচ/