ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে দেড়শ কর্মহীন মানুষ পেল বসুন্ধরার খাদ্যসামগ্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
কিশোরগঞ্জে দেড়শ কর্মহীন মানুষ পেল বসুন্ধরার খাদ্যসামগ্রী

কিশোরগঞ্জ: করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া কিশোরগঞ্জ শহরের ১৫০ অসহায় মানুষের মধ্যে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে শহরের বত্রিশ এলাকায় বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপহারের এসব খাদ্যসামগ্রী অসহায় ও দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয়।

 

প্রত্যেককে ১০ কেজি চাল, দুই কেজি বসুন্ধরা আটা, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি লবণ, ৫০ গ্রাম করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুড়া মসলা ও ৪টি মাস্ক দেওয়া হয়। উপহারের এসব খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেড।  

এসময় বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. মুকিতুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী সৈয়দুজ্জামান আঞ্জু, জলধর সাহা, বিশ্বজিৎ দাস, অর্জুন সাহা, স্বপন কুমার কৈরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা ওসমান। তিনি বলেন, বসুন্ধরার মতো এত বড় প্যাকেট আর কেউ দেয়নি। এ আয়োজনে শুধু ওসমানেই নয়, তার মতো অনেকের মুখে হাসি ফুটেছে বসুন্ধরা গ্রুপের উপহার-সামগ্রী পেয়ে।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।