ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধ’ শিথিল করায় আবারও সংক্রমণ বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
শুক্রবার (১৩ আগস্ট) রাতে পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ২৩ জুলাই থেকে ১০ আগস্টের ‘লকডাউন’ কঠোরভাবে পালিত না হলেও জনসমাবেশ হওয়ার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান বন্ধ থাকায় সংক্রমণ হারে উন্নতির দিকে পরিলক্ষিত হয়। তবে, এখনও সংক্রমণ এবং মৃত্যুর হার কোনোটাই স্বস্তিদায়ক অবস্থায় আসেনি।
এমতাবস্থায় বিধি-নিষেধ শিথিল করার সিদ্ধান্তে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি উদ্বেগ প্রকাশ করছে।
জাতীয় কারিগরি পরামর্শক কমিটি জীবিকা ও দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার সরকারের দায়িত্ব উপলব্ধি করে সরকারের অবদান কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করে। তথাপি জাতীয় কমিটির সভা মনে করে, বিধি-নিষেধ শিথিল করার ক্ষেত্রে সরকার কিছুটা তাড়াহুড়ো করছে। এর ফলে সংক্রমণ আবার বাড়ার আশঙ্কা রয়েছে, তাতে অর্থনীতি আরও বেশি হুমকির মুখে পড়বে। লকডাউন আরও ১ থেকে ২ সপ্তাহ চলমান রাখতে পারলে এর পুরোপুরি সুফল পাওয়া যেত।
এর আগে শনিবার (১২ আগস্ট) রাত ৯ টায় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে কমিটির ৪৪তম অনলাইন সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
আরকেআর/ওএইচ/