কুষ্টিয়া: গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আট জনের করোনা পজিটিভ ও একজনের করোনা উপসর্গ ছিল।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে ১৫৪ জন করোনা আক্রান্ত রোগী ও ৩৭ জন উপসর্গ নিয়ে মোট ১৯১ জন চিকিৎসাধীন।
পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯২ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ২৩ শতাংশ।
জেলায় এ পর্যন্ত করোনা পরীক্ষা করেছেন ৯৩ হাজার ৬৪২ জন। এদের মধ্যে প্রতিবেদন পাওয়া গেছে ৮৮ হাজার ৫০৮ জন। প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পাঁচ হাজার ১৩৪ জন রোগী।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৩৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ২৬৪ জন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলায় মারা গেছেন ৬৭১ জন করোনা রোগী।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এসআরএস