ঢাকা, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য কালো বাজারে বিক্রি, ডিলার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
লক্ষ্মীপুরে টিসিবির পণ্য কালো বাজারে বিক্রি, ডিলার আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কালো বাজারে বিক্রির অপরাধে স্বপন পাটওয়ারী নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ।  

এ সময় তার দোকান ও দুটি গোডাউন থেকে একশ কেজি মশুর ডাল ও ২০৮ লিটার সায়াবিন তেল জব্দ করা হয়।

 

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ অভিযান চালায় পুলিশ।  

শনিবার (১৪ আগস্ট) দুপুরে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও গোয়েন্দা সংস্থা এনএসআই সূত্রে জানা গেছে, জেলার রামগঞ্জ উপজেলার মের্সাস পাটোয়ারী স্টোরের মালিক স্বপন পাটওয়ারী টিসিবির একজন ডিলার। গত ১২ আগস্ট কুমিল্লা আঞ্চলিক কার্যালয় থেকে টিসিবি পণ্য চিনি, ডাল, তেল, মসুর ডাল উত্তোলন করেন তিনি। উত্তোলনকৃত পণ্যের কিছু অংশ ন্যায্যমূল্যে জনসাধারণের কাছে বিক্রি করে বাকিগুলো রাতের আঁধারে হোটেল এবং মুদিদোকানে ছড়া দামে বিক্রি করে দেন।  
 
পরে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের মীরগঞ্জ এবং পানপাড়া এলাকায় একটি মুদি দোকান ও দুটি গোডাউনে অভিযান চালিয়ে দুই বস্তা মসুর ডাল (একশ কেজি) ও ২০৮ লিটার সয়াবিন তেল জব্দ করে এনএসআই। পরে রায়পুর থানা পুলিশের সহযোগিতায় ডিলার মো. স্বপন পাটওয়ারীকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি ভোক্তা সংরক্ষণ অধিদফতরকে অবহিত করা হয়। জব্দকৃত পণ্যগুলো কালো বাজারে বিক্রির উদ্দেশে তিনি মজুদ করেছেন বলে জানায় গোয়েন্দা সংস্থা।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।