ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীর সহকারী হাইকমিশনে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
রাজশাহীর সহকারী হাইকমিশনে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন রাজশাহীর সহকারী হাইকমিশনে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে থাকা সহকারী হাইকমিশনের আয়োজনে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকাল ৮টায় মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।

এরপর সমেবত কণ্ঠে সেখানে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে দিবসটি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান রাজশাহীতে নিযুক্ত সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।

এ সময় রাজশাহীতে থাকা ভারতীয় সহকারী হাইকমিশনের পদস্থ কর্মকর্তা ও রাজশাহীতে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থী, অবস্থানরত ভারতীয় নাগরিকরা সেখনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।