ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
রোববার (১৫ আগস্ট) দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে র্যাব সদর দপ্তর কর্তৃক পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া-মোনাজাত, এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
র্যাব জানায়, র্যাব সদর দপ্তরে দিনব্যাপী বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এ প্রদর্শনীতে র্যাব সদর দপ্তরের সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া শনিবার (১৩ আগস্ট) সারাদেশে র্যাবের সব ব্যাটালিয়নের তত্ত্বাবধানে চার হাজারের বেশি অসহায়, দুস্থ, এতিম ও হতদরিদ্রের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি র্যাব সদর দপ্তর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়েছে। জুমার নামাজের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনায় র্যাবের সব মসজিদে দোয়া-বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
পিএম/আরবি