ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

নারীকে টিকা পুশ করে সমালোচনার মুখে ইউপি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
নারীকে টিকা পুশ করে সমালোচনার মুখে ইউপি চেয়ারম্যান

কুমিল্লা: করোনা ভাইরাসের টিকা পুশ করে এবার সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুল ইসলাম।

এ ঘটনাটি ঘটেছে উপজেলার ভাষানিয়া ইউনিয়ন পরিষদকেন্দ্রে।


 
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৭ আগস্ট (শনিবার) ভাষানিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম এক নারীর শরীরে টিকা পুশ করেন।  

এ ছবি ফেসবুকে শেয়ারের পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবিটি ভাইরাল হয়।

এরপরেই তীব্র সমালোচনার মুখে পড়েন ওই ইউপি চেয়ারম্যান।

এ বিষয়ে হোমনা উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমন দে বাংলানিউজকে জানান, ফেসবুকে শেয়ার করা ছবিটি আমি দেখেছি। ইউপি চেয়ারম্যানের এ কাজ করা ঠিক হয়নি। বিস্তারিত ঘটনা জেনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বাংলানিউজকে বলেন, আমি এ বিষয়টি জেনেছি। ইতোমধ্যে ভাষানিয়া ইউনিয়নের স্বাস্থ্যকর্মীকে শোকজ করা হয়েছে। পুরো প্রতিবেদন পাওয়ার পর আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।