ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

খুনি মোশতাক জিয়া গং-রাই হলো বঙ্গবন্ধুর প্রকৃত খুনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
খুনি মোশতাক জিয়া গং-রাই হলো বঙ্গবন্ধুর প্রকৃত খুনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন । ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করার সুযোগ সৃষ্টি হয়েছে। তাদের অনেকেরই বিচার করা হয়েছে।

কিন্তু খুনি মোশতাক-জিয়া গংদের বিচার করা যায়নি। বিচারের আগেই এই খুনিদের মৃত্যু হয়েছে।  

রোববার (১৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

আ ফ ম বাহাউদ্দিন নাসিম আরো বলেন, খুনি মোশতাক জিয়া গং-রাই হলো বঙ্গবন্ধুর প্রকৃত খুনি। তাদের বিচার যদি প্রচলিত আইনে করা যেতো তাহলে বাঙালি জাতি খুশি হতো।  

কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার যে যড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রে পেছন থেকে যারা জড়িত ছিল তাদের বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করতে বঙ্গবন্ধুর খুনিদের কুশীলবদের বিচার করতে কমিশন গঠন করা উচিত। আমি প্রধানমন্ত্রীর কাছে সেই দাবি করছি।  

তিনি আরো বলেন, জাতীয় শোক দিবস শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে পালিত হচ্ছে। পৃথিবীতে অন্য কোনো নেতা নেই, যার শোক দিবস সারা বিশ্বে পালিত হয়। বাংলাদেশসহ বিশ্বের এক লাখ জায়গায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রী একেএম আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে অনেককেই শাস্তি দেওয়া হয়েছে। পলাতক ৫ জনের মধ্যে ২ জনের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে একজনকে দেশে ফিরিয়ে এনে বিচার করা সম্ভব। বাকিদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সব ধরনের প্রচেষ্টা করা হচ্ছে। তিনি দেশবাসী ও প্রবাসীদের কাছে আবেদন করে বলেন, পলাতক খুনিদের খোঁজ যে দিতে পারবেন তাকে আমরা পুরস্কৃত করবো।  

এর আগে সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। তখন বিগউলের করুণ সুর বেজে ওঠে।  

পরে প্রধানমন্ত্রীর সামরিক সচিব বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।  

প‌রে আওয়ামী লী‌গের প্রেসি‌ডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এম‌পির নেতৃ‌ত্বে কেন্দ্রীয় আওয়ামী লী‌গের প‌ক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে শ্রদ্ধা জানা‌নো হয়।  

এ সময় পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মো‌মেন, প্রে‌সি‌ডিয়াম সদস্য শাজাহান খান এম‌পি, জাহা‌ঙ্গীর ক‌বির নানক, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউ‌দ্দিন না‌সিম, মির্জা আজম এম‌পি, সংগঠনিক সম্পাদক এস এম কামাল হো‌সেন, ম‌জিবুর রহমান চৌধুরী নিক্সন এম‌পি প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।  

এরপর কেন্দ্রীয় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক-বীমা, মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ফুলে ফুলে ভোরে ওঠে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদী।  

শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়। দোয়া ও মিলা‌দে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।