ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

গুইমারা সেনা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
গুইমারা সেনা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা গুইমারা সেনা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা।

খাগড়াছড়ি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের মধ্যে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়ন।

রোববার (১৫ আগস্ট) ২৪ পদাতিক ডিভিশনের তত্বাবধানে গুইমারা সরকারি কলেজ মাঠ, মাটিরাঙ্গা সরকারি কলেজ মাঠ, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ এবং লক্ষ্মীছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই মানবিক সহায়তা দেওয়া করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

এছাড়াও লেডিস ক্লাব, গুইমারা রিজিয়নের পক্ষ থেকে শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক পাহাড়ি-বাঙালি মহিলাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন লেডিস ক্লাব ও সেপকস সহ-সভানেত্রী মিসেস মাহফুজা রহমান। মানবিক সহায়তা কর্মসূচীতে পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।