ঢাকা: রাজধানীর পৃথক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কবির খা (৩২) ও মাইন উদ্দিন (৩৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তাদের মৃত্যু হয়।
জানা যায়, কবির বাড্ডার আদর্শনগরে একটি একতলা বাড়িতে রডের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে মাইন উদ্দিন শনির আখড়ায় একটি জ্যাকেট কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এজেডএস/এএটি