ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (১৫ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৭০ বছর।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, ওই বৃদ্ধ ওই এলাকায় ভিক্ষা করতেন। তিনি বিকেলে ইমাম ট্রেইলওয়েজ নামে একটি বাসের পেছনে হেলান দিয়ে দাঁড়িয়ে টাকা গুণছিলেন। এমন সময় হেলপার বাসটি অন্যত্র সরাতে গেলে ওই ভিক্ষুক বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় ওই বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও হেলপার পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এসআই