সিরাজগঞ্জ: যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে হঠাৎ করেই দ্রুতগতিতে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে পয়েন্টে ২৪ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ২৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকালে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় রেকর্ড করা হয় ১১ দশমিক ৬০ সেন্টিমিটার। ২৪ ঘণ্টায় ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০২ সেন্টিমিটার। ২৪ ঘণ্টায় ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বুধবার (৪ আগস্ট) থেকে পানি বাড়তে শুরু করে। ৮ আগস্ট থেকে কমতে শুরু করে। গত পাঁচদিন ধরে কখনো স্থিতিশীল, আবার কখনো হ্রাস পেয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) হঠাৎ করে ফের পানি বাড়তে শুরু করে। শনিবার থেকে শুরু করে রোববার সকাল পর্যন্ত দ্রুত গতিতে পানি বাড়ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, আগামী ২৪ ঘণ্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এখনও বন্যা হওয়ার শঙ্কা নেই।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এসআই