ঢাকা: সারাদেশে বিনম্র শ্রদ্ধায় ও নানা আনুষ্ঠানিকতায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (১৫ আগস্ট) বাংলানিউজের করেসপন্ডেন্টদের পাঠানো খবর:
বাগেরহাট: নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাটে জেলা প্রশাসন ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া জাতির জনকের স্মরণে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে ভার্চ্যুয়ালি এক আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে বিভিন্ন সংগঠন।
ফরিদপুর: ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা আওয়ামী লীগের উদ্যোগে ও সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এছাড়া বিকেলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কুষ্টিয়া: কুষ্টিয়ায় সকাল ৮টার দিকে কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পিবিআই, মুক্তিযোদ্ধা কমান্ড, কুষ্টিয়া সরকারি কলেজ, ইসলামিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
মেহেরপুর: শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শরীয়তপুর: দিবসটি উপলক্ষে সকাল ৯টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলাবাসীর পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন ডিসি (জেলা প্রশাসক) মো. পারভেজ হাসান এবং জেলা পুলিশ সুপার (এসপি) এস এম আশরাফুজ্জামান। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বান্দরবান: যথাযথ মর্যাদায় বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্তস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বরগুনা: বরগুনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা আওয়ামী লীগ কার্যালয় জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা শুরু হয়। পরে শেখ রাসেল স্কয়ারে শিশু রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বরিশাল: দিবসটি উপলক্ষে বরিশাল নগরীর সদর রোডের আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
গোপালগঞ্জ: শাহাদাতবার্ষিকীতে ও শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এ সময় তিন বাহিনীর পক্ষে অনার গার্ড দেওয়া হয়।
লক্ষ্মীপুর: বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যে দিয়ে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে লক্ষ্মীপুরবাসী।
পটুয়াখালী: পটুয়াখালীতে দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাগুরা: শোক দিবস উপলক্ষে মাগুরায় শতাধিক বৃক্ষরোপণ করেছে জেলা দমকলবাহিনী। ভায়না ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, ছায়াযুক্ত বৃক্ষ রোপণ হয়।
ময়মনসিংহ: বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশ লাইনে ‘চেতনা অম্লান’র পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
নাটোর: দিবসটি উপলক্ষে নাটরে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, যুব উদ্যোক্তাদের মধ্যে অনুদান ও ঋণের চেক বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, স্বাস্থ্য সেবা দেওয়া এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাবনা: ১৫ আগস্ট স্মরণে পাবনায় আদালত চত্বরে তাল গাছের চারা রোপণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলার দায়িত্বরত বিচারকরা। সকালে আদালত চত্বরের প্রধান ফটক সংলগ্ন মাঠে নাম ফলক উন্মোচন ও দোয়ার মধ্য দিয়ে তাল গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা জেলার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ বিচারক মো. আসাদুজ্জামান।
রাঙামাটি: বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে রাঙামাটি শহরের ১০০ হতদরিদ্রদের মধ্যে তৈরিকৃত খাবার দিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মীর মোদ্দাছ্ছের হোসেন। রাঙামাটি কোতয়ালী থানা প্রাঙ্গণে এসব খাবার বিতরণ করা হয়।
শরিয়তপুর: নানা কর্মসূচির মধ্য দিয়ে শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ সব সরকারি-বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
টাঙ্গাইল: অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
ঝিনাইদহ: দিবসটি উপলক্ষে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শোকর্যালি বের করে। এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
মৌলভীবাজার: মৌলভীবাজারে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণের পর সকালে ভার্চ্যুয়াল প্লাটফর্মে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও তার কাজের গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নীলফামারী: দিবসটি উপলক্ষে নীলফামারী পৌর আওযামী লীগের উদ্যোগে শহরের সকল মাদরাসা ও এতিমখানায় খাদ্য বিতরণ, শহরের গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও শহরের জোরদরগা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাদারীপুর: মাদারীপুরে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাদারীপুর আদালত প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
নেত্রকোনা: যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জেলায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া সব সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এসআরএস