বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে ১৩ দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ডাকাতরা ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৩ লাখ টাকা ও ৩৫ কার্টনের মতো সিগারেট লুট করে নিয়ে যায়। পরে পালরদী নদী দিয়ে ট্রলারযোগে পালিয়ে যায় তারা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শনিবার রাত আড়াইটার দিকে হাফ প্যান্ট পরিহিত ২৫-৩০ জন সশস্ত্র ডাকাত দল বন্দরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শাটার ও তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। এ সময় দোকানের মধ্যে থাকা লোকজনদের মারধর ও জিম্মি করে আলমারি এবং সিন্দুক ভেঙে নগদ টাকা লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আরও জানান, ডাকাতরা জেরিন এন্টাপ্রাইজ থেকে ৩০ হাজার টাকা, তালুকদার মেডিক্যাল হল থেকে পৌনে ৪ লাখ টাকা ছিনতাই করে। এছাড়া মোল্লা এন্টাপ্রাইজ, পূর্ণ রায়ের গদি ঘর, নিত্য রায়, গোলক রায়, পরিমলের মুদি দোকান থেকে বিপুল পরিমাণ মালপত্রসহ অর্থ নিয়ে পালিয়ে যায়।
টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ও বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহম্মদ হারুন বলেন, ডাকাতরা ৬ জন পাহারাদার, বন্দরে চলাচলরত ব্যবসায়ী, শ্রমিক ও পথচারীসহ বহু মানুষকে বেঁধে জিম্মি করে, তারপর ফিল্মি স্টাইলে ডাকাতি করে। ঘটনাটি আমাদের জন্য আতংকের।
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার বলেন, স্বাধীনতার পরে এ রকম ঘটনা টরকী বন্দরে আর কখনও ঘটেনি। অথচ এই বন্দরে একটি পুলিশ ফাঁড়িও রয়েছে। ঘটনাটি আমাদের বিস্মিত করেছে।
ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) শাহীন সরদার জানান, রাত ৪টার দিকে নৈশ প্রহরী এসে তাকে জানালে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান তিনি। তবে, তার আগেই ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্তে অনুসন্ধান চলছে। দ্রুত জড়িতদের গ্রেফতার করা হবে।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, খবর পেয়ে রোববার (১৫ আগস্ট) ভোরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এমএস/এএটি