ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

শোক দিবসে গোপালগঞ্জে চারা রোপণ শুভসংঘের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
শোক দিবসে গোপালগঞ্জে চারা রোপণ শুভসংঘের ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে গাছের চারা রোপণ ও বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ।

রোববার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে জেলা সদর উপজেলার গোপীনাথপুর আশ্রায়ণ প্রকল্পে এ কর্মসূচি পালন করা হয়।

 

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে আশ্রায়ণ প্রকল্পের প্রবেশদ্বারে ফাঁকা জায়গায় একটি বকুল ফুল ও একটি জারুল ফুলের চারা রোপণ করেন।  

পরে তিনি আশ্রায়ণ প্রকল্পের ১০০টি পরিবারের হাতে আম, জাম, কাঁঠাল, পেয়ারা ফলের চারা তুলে দেন।  

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওসমান গণি, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাহ-বুবুল আলম, প্রকল্প কর্মকর্তা মো. আলাউদ্দিন, শুভসংঘের সাধারণ সম্পাদক সুজন দাস, সহ-সভাপতি বিল্টু বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক উর্ব বিশ্বাস, কোষাধ্যক্ষ নিলয় সাহা লিখন, ক্রীড়া সম্পাদক তূর্জ রহমান, সমাজকল্যাণ সম্পাদক অনিমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।