ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
গোদাগাড়ীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে আটক

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং চক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১২টায় উপজেলার আ ফ জি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে র‌্যাব-৫ অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাব-৫ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক সাতজন হলেন- উপজেলার কামাল উদ্দিনের ছেলে সাগর (১৯), দুরুল হোসেনের ছেলে রুবেল হোসেন (২২), বজু ঘোষের ছেলে দিপু ঘোষ (১৯), মৃত মাহাতাব উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (২৪), আইনুদ্দিনের ছেলে মাসুদ রানা (২১), ফিরোজ কবিরের ছেলে জুয়েল (১৯) ও ইফতিখার হোসেনের ছেলে বকুল হোসেন (২১)। সবাই উপজেলার শ্রীমন্তপুরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের মোল্লাপাড়া টিম জানতে পারে গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামে অবস্থিত আ ফ জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ফাঁকা কক্ষে একটি কিশোর গ্যাং অবস্থান করছে। তারা মাদকসহ অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সেখানে অবস্থান নিয়েছে। বেলা সাড়ে ১২টার ওই কক্ষের সামনে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ থেকে ৩ জন পালিয়ে যায়। এসময় কক্ষ থেকে সাতজনকে আটক করে র‌্যাব। অভিযানে একটি বড় ছুরি, দু’টি চাকু, তিনটি হাসুয়া, সাতটি মোবাইল, ১১টি সিমকার্ড উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।