নীলফামারী: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকের ধাক্কায় রায়হান ইসলাম ওরফে বাবু (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত রায়হান উপজেলার আউলিয়া পুকুর ইউনিয়নের বড় গ্রামের চেয়ারম্যান পাড়ার মো. আব্দুল মান্নানের ছেলে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার গার্মেন্ট বাজারে চিরিরবন্দর-পার্বতীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে রায়হান বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে গার্মেন্ট বাজারের দিকে যাচ্ছিল। কাছাকাছি গেলে দিনাজপুরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এসআই