ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নবাবপুর রোডের আলুবাজারের ডিসেন্ট বেকারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৮টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার কামরুল আহসান জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ৮ ইউনিট নিয়ন্ত্রণের কাজ করে।
তিনি জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি। হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এজেডএস/এমজেএফ