ময়মনসিংহ: ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে জমা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবন মালিককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব।
তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে দুপুর ২টার দিকে নগরীর চরপাড়া এলাকার নিরাময় ক্লিনিক সংলগ্ন দু’টি নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে এডিসের লার্ভা পাওয়ায় একটি ভবনের মালিককে ১০ হাজার ও অপর ভবনের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, মেডিক্যাল অফিসার ডা. তাসমিয়া জান্নাত, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার।
রাজীব আরো জানান, গত দুই মাসে মসিকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এসআই