ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

দেশকে শাপমুক্ত করে এগিয়ে যাওয়ার প্রত্যয় সংস্কৃতি প্রতিমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
দেশকে শাপমুক্ত করে এগিয়ে যাওয়ার প্রত্যয় সংস্কৃতি প্রতিমন্ত্রীর

ঢাকা: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অন লাইনে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ সময় তিনি ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং কুচক্রী মহলের মূল উৎপাটনের মাধ্যমে দেশকে শাপমুক্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য অধ্যাপক ও বঙ্গবন্ধু চেয়ার ড. সৈয়দ আনোয়ার হোসেন। এছাড়া অনুষ্ঠানে গণগ্রন্থাগার অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা অন লাইনে সংযুক্ত ছিলেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এর আগে সোমবার (১৬ আগস্ট) এ আয়োজন অনুষ্ঠিত হয় বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনকে বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। আমরা বাঙালিরা তার কাছে ঋণী।

মুখ্য আলোচক হিসেবে অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এবং ১৫ আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার নীল নকশাকারী ও কুখ্যাত অংশগ্রহণকারীদের স্বরূপ উদ্ঘাটন করতে হবে। একইসঙ্গে এ ঘৃণ্য চক্রান্ত ও নৃশংস হত্যাকাণ্ডের সার্বিক দালিলিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্টে শহীদ সবার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পর বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম, গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মোছা. মরিয়ম বেগম, গোপালগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. আল-মামুন হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।