মৌলভীবাজার: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে মৌলভীবাজারে শাহ মোস্তফা বিরিয়ানি হাউজ ও নিউ ক্যাফে পাপড়িকা নামে দুই রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার ও মো. বেলায়েত হোসেনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার শহরের কুসুমবাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে শাহ মোস্তফা বিরিয়ানি হাউজ ও নিউ ক্যাফে পাপড়িকা রেস্টুরেন্টের মালিককে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া স্বাস্থ্যবিধি না মেনে দোকানে পণ্য বিক্রি করা, মাস্ক পরিধান না করা এবং পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে পাঁচ ব্যক্তিকে দুই হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
বিবিবি/আরবি