খুলনা: খুলনায় ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, এ্যজাক্স , আফিল , জুট স্পিনার্সসহ বন্ধ থাকা বেসরকারি জুট মিল চালু এবং শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করছেন শ্রমিকরা।
বুধবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শ্রমিক নেতারা জানান, বেসরকারি জুট মিলের শ্রমিকদের সমস্যা নিয়ে ইতিপূর্বে একাধিকবার জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলেও তার সমাধান হয়নি। এসময় মহসেন জুট মিল শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধসহ শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা।
কর্মসূচির মধ্যে রয়েছে- শুক্রবার (২০ আগস্ট) বিকেল ৫টায় আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সামনে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল, রোববার (২২ আগস্ট) বিকেল ৫টায় সোনালী জুট মিল শ্রমিক ইউনিয়নে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল, মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফার ফুড মোড়ের সামনে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল, বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় এ্যাজাক্স জুট মিল শ্রমিক ক্লাবে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল।
এর মধ্যে যদি শ্রমিকদের দাবি না মানা হয় তাহলে শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় ফুলবাড়ী গেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা থেকে রাজপথ, রেলপথ, অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।
বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন , আমির মুন্সি, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, অ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা আজাহার মাদবর, বক্তিয়ার হোসেন, আ. ওহাব, তোফাজ্জেল হোসেন, ওদুদ শরীফ, মো. আবজাল হোসেন, মন্টু চৌধুরী, ইমরান শেখ, সোনালী জুট মিল শ্রমিক নেতা মো. নুরে আলম, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মো. বাবুল খান, ওবায়দুর রহমান, লুৎফর রহমান, বাবলু, বিল্লাল মোড়ল, আবুল কালাম, আবুল কাশেম, মোকছেদ শেখ, চান মিয়া, আফিল জুট মিলের শ্রমিক নেতা কাবিলউদ্দিন, নিজামউদ্দিন, মো. এলাহী, মাহাতাব, লুফর হোসেন, বক্তিয়ার হোসেন প্রমুখ ।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এমআরএম/এএটি