ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশে হাসনাত-সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশে হাসনাত-সারজিস

গাজীপুর: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তারা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের ওপর হামলা করে আওয়ামী লীগের কর্মীরা।

এ সময় কমপক্ষে ১৪ জন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আহত হন। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে গাজীপুর শহরের রাজবাড়ীর মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র-জনতাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও মিছিল করছেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে রাজবাড়ীর মাঠে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়।  

এছাড়া ছাত্র জনতা রাজবাড়ী সড়কের বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এক পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করতে থাকেন। এ বিক্ষোভ সমাবেশে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় বিচার দাবিতে ছাত্র-জনতা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫।  
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।