ঢাকা: বৃষ্টিপাত বাড়ায় বাড়ছে দেশের প্রায় সব নদ-নদীর পানি। পদ্মা আর গড়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলেও বন্যা পরিস্থিতি হতে পারে। কোথাও কোথাও পরিস্থিতির আরও অবনতির শঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, সুরমা ব্যতীত দেশের সব প্রধান নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তিস্তা নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে এবং ডালিয়া পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।
এছাড়া বৃহস্পতিবারের মধ্যে রাজবাড়ী ও ফরিদপুর জেলার নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলসমূহে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। এর ফলে এই সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কক্সবাজার জেলা ও দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলের নদীসমূহের পানির সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।
আগামী ১০ দিনের এক পূর্বাভাসে পাউবো জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আগামী ৭ দিনে আপাতত ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা নেই।
গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্টে পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। মুন্সীগঞ্জের ভাগ্যকূল এবং শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পানির সমতল ২২ আগস্ট নাগাদ বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।
গঙ্গা নদীর অববাহিকায় অন্যান্য স্টেশনে আগামী ৭ দিনে আপাতত বিপৎসীমা অতিক্রমের আশংকা নেই। ঢাকার চারপাশের নদীসমূহের পানির সমতল বাড়তে পারে। তবে ঢাকার চারপাশের নদীসমূহের অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের ঝুঁকি নেই।
পাউবো জানিয়েছে, বিভিন্ন নদ-নদীতে তাদের পর্যবেক্ষণাধীন ১০৯টি স্টেশনের মধ্যে বুধবার (১৮ আগস্ট) ৬৯টিতে পানির সমতল বেড়েছে। কমেছে ৩৮টি স্টেশনের পানির সমতল। একটিতে অপরিবর্তিত আছে। আর একটি তথ্য এখনো সংগ্রহ শুরু হয়নি।
অন্যদিকে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দু’টি নদীর দুই পয়েন্টের পানি। পদ্মার পানি গোয়ালন্দে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে এবং গড়াই নদীর পানি কামারখালিতে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
ইইউডি/এমজেএফ