বরিশাল: বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ইকবাল হোসেন (৪৫) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
বুধবার (১৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টায় উপজেলার জয়শ্রী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, তারা একটি মোটরসাইকেলে করে বরিশাল থেকে আগৈলঝাড়ার দিকে যাচ্ছিলেন। জয়শ্রী এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অতিক্রম করতে গেলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা খায়। এতে ঠিকাদার ইকবাল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার ছেলে রাত (১২) ও ভাগিনা তানজিলকে (২১) উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
এমএস/কেএআর