নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে রেললাইনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন।
শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাষাঢ়া বাগানবাড়ী রেস্তোরাঁর দক্ষিণ দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরনে ছিল সাদা শার্ট, চেক লুঙ্গি এবং একটি লাল গামছা। স্থানীয় লোকজন ও পুলিশের ধারণা, ওই ব্যক্তি রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের এটিএসআই আবু বকর সিদ্দিক বলেন, আমরা নিহতের পরিচয় পাইনি। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত শেষে বলা যাবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এসআই