ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে করোনার উপসর্গ নিয়ে কেনিয়ার নাগরিকের মৃত্যু   

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
কক্সবাজারে করোনার উপসর্গ নিয়ে কেনিয়ার নাগরিকের মৃত্যু 
 

কক্সবাজার: কক্সবাজারে করোনার উপসর্গ নিয়ে রিচার্ড গাম্বু (৪৮) নামে কেনিয়ার এক নাগরিক মারা গেছেন।

শুক্রবার (২০ আগস্ট) বিকেলে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিচার্ড কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ড্যানিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) নামে ডেনমার্ক কেন্দ্রিক একটি সংস্থার কর্মকর্তা ছিলেন।
 
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, আইএনজিও কর্মকর্তা মি. রিচার্ড বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট ও করোনার উপসর্গ নিয়ে জেলা  সদর হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। রিচার্ড-এর নিউমোনিয়া বা করোনার উপসর্গের পাশাপাশি কিছুটা শ্বাসকষ্টও ছিল। ভোরের দিকে তার অবস্থার অবনতি হয় এবং পরে সকালে মারা যান তিনি। তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এসবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।