ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ধর্ষণচেষ্টার অভিযোগে নিরাপত্তা প্রহরী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
ধর্ষণচেষ্টার অভিযোগে নিরাপত্তা প্রহরী গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় মজা কিনে দেওয়া এবং গরু দেখানোর কথা বলে ৯ তলা বিল্ডিংয়ের ছাদে নিয়ে পাঁচ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে জিয়াল (৪৫) নামে এক নিরাপত্তা প্রহরীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (২০ আগস্ট) আটক জিয়ালকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন শিশুটির মা।

জিয়াল জামালপুর জেলার সদর থানার ঘোরকান্দার বন্দের পাড়ার মৃত মোন্তাজ আলী ওরফে মনু মিয়ার ছেলে ও ফতুল্লার শিয়াচর তক্কার মাঠস্থ খলিল মিয়ার ভাড়াটিয়া। তিনি দাপা ইদ্রাকপুরস্থ রেল স্টেশন এলাকার বরিশাল টাওয়ারের নিরাপত্তারক্ষী।  

ধর্ষণচেষ্টার অভিযোগ এনে শিশুটির বাবা জানায়, বৃহস্পতিবার বিকেলের দিকে তার শিশু মেয়েকে নিয়ে স্ত্রী দাপা ইদ্রাকপুর রেল স্টেশনের বরিশাল টাওয়ার সংলগ্ন তার বড় ভাইয়ের বাসায় বেড়াতে যায়। বিকেল ৬টার দিকে তার মেয়ে ও তিন বছর বয়সী ভাতিজি বাড়ির সামনের রাস্তায় খেলা করছিলো। এ সময় বরিশাল টাওয়ারের নিরাপত্তারক্ষী জিয়াল তার মেয়ে এবং ভাতিজিকে মজা কিনে দেওয়া এবং গরু দেখানোর কথা বলে বরিশাল টাওয়ারের নয় তলা বিল্ডিংয়ের ছাদে নিয়ে যায়। বাসায় ফিরে তার মেয়ে জানায় যে মজা কিনে দেওয়া এবং গরু দেখানোর কথা বলে তাকে ছাদে নিয়ে গিয়ে খারাপ কাজ করতে চায়। এসময় সে চিৎকার করলে তাকে ভূতের ভয় দেখিয়ে চুপ থাকার কথা বলে।  

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, শিশুটিকে বরিশাল টাওয়ারের নয় তলা ভবনের ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় স্থানীয়রা ভবনটির নিরাপত্তারক্ষীকে আটক করে। জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে থানায় নিয়ে আসে। শিশুটির মা বাদী হয়ে নিরাপত্তারক্ষীকে আসামি করে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।