ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ভ্যান যাত্রী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ভ্যান যাত্রী নিহত 

জয়পুরহাট: জয়পুরহাটের বটতলী টু পাকার মাথা সড়কের ঘোনাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় খাজা মদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২০ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে।

খাজা মদ্দিন জয়পুরহাট সদর উপজেলার হিচমী মোন্না পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৮টার দিকে বটতলী বাজার থেকে ভ্যানে করে খাজা মদ্দিনসহ তিন যাত্রী গন্তব্যস্থলে যাচ্ছিলেন। পথে বটতলী টু পাকার মাথা সড়কের ঘোনাপাড়া এলাকায় স্থানীয় আবু তালেবের স্তুপ করে রাখা বালুর ঢিবিতে লেগে ভ্যানটি উল্টে যায়।  

এ সময় ভ্যানে থাকা খাজা মদ্দিন, অপর দুই যাত্রী ও চালক আহত হলে তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে খাজা মদ্দিনের গলায় ভ্যানের চাকার স্কোপ ঢুকে যাওয়ায় তার অবস্থার অবনতি ঘটে। দায়িত্বরত চিকিৎসক খাজা মদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানাত্তর করেন।

এ বিষয়ে খাজা মদ্দিনের ভাতিজা বাহাদুর বলেন, চাচাকে বগুড়ায় নিয়ে  সিটি স্ক্যান করানোর পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (ম্যাম্বার) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।