ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বনানীতে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
বনানীতে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ছবি: জি এম মুজিবুর

ঢাকা: রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে একে একে  ১১ ইউনিট পাঠিয়ে সেটা নিয়ন্ত্রণের কাজ চলছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জিয়াউর রহমান বলেন, চেয়ারম্যান বাড়ি আনন্দ টিভির ভবনের  তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে জানতে পেরেছি সেখানে বিভিন্ন ক্রেস্ট তৈরি করত। বিস্তারিত আরও পরে জানানো যাবে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, ওই ভবনের তৃতীয় তলায় এমিকন নামে একটি প্রতিষ্ঠানের ক্রেস্ট তৈরির কারখানা। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

বাংলাদেশ সময় ঘণ্টা: ১০১০, আগস্ট ২১, ২০২১
এজেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।