বরগুনা: বিশখালী নদীর পানি বেড়ে বড়ইতলা, আমতলী ফেরিঘাট ডুবে গেছে। এতে দুই পাশের ফেরি পারাপার হওয়া যানবাহনগুলো চরম ভোগান্তিতে পড়েছে।
শনিবার (২১ আগস্ট) সকালে সরেজমিনে সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাট এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এছাড়া ফেরিতে পারাপার হওয়া সাধারণ মানুষও পড়েছেন বিপাকে।
চলতি সপ্তাহে নদীর পানি বাড়ায় ফেরিঘাট এলাকা পুরোটা পানির নিচে ডুবে গেছে। পানি বাড়া অব্যাহত থাকলে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হতে পারে।
ফেরিতে পারাপার হওয়া খান এন্টারপ্রাইজের বাসচালক রফিক বলেন, ফেরিঘাট পানিতে ডুবে যাওয়ায় আমাদের পারাপারে নানা সমস্যা হচ্ছে। পারাপারে ঝুঁকিও বাড়ছে।
ফেনীতে মোটরসাইকেল চালক নাঈম বলেন, হাঁটু সমান পানিতে ভিজে ফেরিতে উঠতে হয়েছে। এতে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে।
টমটম চালক ইউসুফ বলেন, গাড়িতে যে মালামাল আছে ভিজে গেলে মালিকের কাছে ক্ষতিপূরণ দিতে হবে আমার। নদীর পানি না কমা পর্যন্ত বসে থাকতে হবে আমাকে।
ফেরিঘাটের পাশের দোকানদার রিয়াজ হোসেন বলেন, দু’দিন ধরে পানি বাড়ার ফলে ফেরিঘাট ডুবে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ফেরিঘাট পারাপার হওয়া সাধারণ মানুষ।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
আরএ