ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

চার দিন পর নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
চার দিন পর নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার 

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে নিখোঁজ হওয়ার চারদিন পর শ্রমিক বেল্লাল হোসেনের  মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শনিবার (২১ আগস্ট) সকালে মধুমতি নদীর গ্রীসনগর এলাকা থেকে ভাসমান অবস্থায় পুলিশ বেলালের মরদেহ উদ্ধার করে।

এর আগে বুধবার (১৮ আগস্ট) বিকেলে মোল্লাহাট পুরাতন ফেরিঘাট সংলগ্ন মধুমতি নদীতে নোঙর করা একটি কার্গো জাহাজ থেকে সিমেন্ট খালাস শেষে গোসল করতে নেমে নিখোঁজ হয় শ্রমিক বেলাল।  

বেল্লাল মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের ইউনুস মোল্লার ছেলে। সে জাহাজ বা কার্গো থেকে সিমেন্ট খালাসের কাজ করত।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে নদীতে ভেসে ওঠা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।