সাতক্ষীরা: সাতক্ষীরা বাইপাস সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে কয়েকটি চাইনিজ কুড়াল, হাতুড়ি, সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ আগস্ট) গভীর রাতে বাইপাস সড়কের কাশেমপুরের শুকুর আলীর ইটভাটার সামনের থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার লুৎফর রহমানের ছেলে আল মামুন শান্ত ও রবিউল শেখের ছেলে রাব্বি শেখ।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী বাংলানিউজকে জানান, বাইপাস সড়কে কতিপয় দুষ্কৃতিকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কয়েকটি চাইনিজ কুড়াল, হাতুড়ি ও সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এনটি