ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

শিগগিরই খুলতে পারে জাতীয় চিড়িয়াখানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
শিগগিরই খুলতে পারে জাতীয় চিড়িয়াখানা

ঢাকা: করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। তবে চলতি (আগস্ট) মাসের শেষ দিকে এই বিনোদন কেন্দ্রটি দর্শনার্থীদের জন্য আবারও উন্মুক্ত হতে পারে বলে জানিয়েছেন প্ররতিষ্ঠানটির পরিচালক ডা. মো. আব্দুল লতিফ।

শনিবার (২১ আগস্ট) দুপুরে তিনি বাংলানিউজকে এই তথ্য জানান।

ডা. মো. আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, জাতীয় চিড়িয়াখানা দর্শকদের জন্য এখনও বন্ধ আছে। এই মাসের শেষ দিকে এটি খোলা হতে পারে। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে সবাইকে জানানোর ব্যবস্থা করা হবে।

এর আগে গত ১৯ আগস্ট থেকে জাতীয় চিড়িয়াখানা সবার জন্য স্বাস্থ্যবিধি মেনে খোলা হতে পারে বলে জানিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সে সময় তিনি বলেন, ‘আমরা আশা করছি যে, ১৯ তারিখ থেকে সবকিছু স্বাভাবিক হবে। স্বাভাবিক অবস্থায় আমাদের করোনা পরিস্থিতিকে মাথায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চিড়িয়াখানা উন্মুক্ত করা হবে। ’

তবে করোনা পরিস্থিতির কারণে দর্শকদের জন্য এখনও উন্মুক্ত হয়নি জাতীয় চিড়িয়াখানা। এদিকে করোনাকালীন লকডাউনে চিড়িয়াখানা দর্শকদের জন্য বন্ধ থাকায় নিরিবিলি পরিবেশে বিপুল পরিমাণ নতুন পশু-পাখি জন্ম হয়েছে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এইচএমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।