ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ১৯ হাজার ইয়াবাসহ ৩ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
নারায়ণগঞ্জে ১৯ হাজার ইয়াবাসহ ৩ নারী আটক নারায়ণগঞ্জে ১৯ হাজার ইয়াবাসহ ৩ নারী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তিন নারী মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। এ সময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৩৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- মোসা. খাদিজা আক্তার (৩৫), মোসা. আয়শা আক্তার (২৫) এবং খাদিজা আক্তার (২৫)।

শনিবার (২১ আগস্ট) দুপুরে র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে শুক্রবার (২০ আগস্ট) দিনগত রাত ৯টায় তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, আটক তিন নারী যাত্রীবাহী বাসে যাত্রী সেজে ইয়াবার চালান নিয়ে বিক্রির উদ্দেশে কুমিল্লা থেকে ঢাকায় আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের শরীর ও ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার ৩৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।  

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন, আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে এভাবেই দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছিলেন তারা।

আটকদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।