ঢাকা: দিন যত যাচ্ছে শ্রমিকদের পরিস্থিতি তত খারাপ হচ্ছে। শ্রমিকরা এখন কৃতদাসের জীবন যাপন করছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির নেতা আমিনুল ইসলাম শামার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনলাইন আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
‘শ্রমিক আন্দোলনের নানা বাঁক, সংকট ও শক্তি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ, নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি শ্রমিক নেতা মোশরেফা মিশু, চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদ হারুনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেউতি সাবুর, সমগীতের সভাপতি অমল আকাশ এবং গার্মেন্টস টিইউসির নির্বাহী সভাপতি রুহুল আমিন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের উপদেষ্টা শামীম ইমাম, শ্রমিক সংহতি আশুলিয়া শাখার সভাপ্রধান বাবুল হোসেন।
এছাড়াও আমিনুল ইসলাম শামার স্ত্রী রুবী বেগম, সন্তান রাকি হাসান এবং স্থানীয় শ্রমিকরা বক্তব্য রাখেন। সভা সমন্বয় করেন সংগঠনের সভাপ্রধান তাসলিমা আখতার এবং সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, আমাদের দেশে ৬০ বা ৭০ এর দশকে যে সমস্ত শিল্পকারখানা হয়েছে সেখানে কারখানার ভেতরে শ্রমিকদের জন্য আবাসন, শ্রমিক কলোনি, হাসাপাতাল, স্কুল ইত্যাদি তৈরি করা হয়েছে। অথচ আজ আমরা শ্রমিকদের জন্য ন্যূনতম বাঁচার মতো মজুরিটাই চাইতে পারছি না। দিন যত যাচ্ছে পরিস্থিতি তত খারাপ হচ্ছে। শ্রমিকরা এখন কৃতদাসের জীবন যাপন করছে। রূপগঞ্জের জুস কারখানার পুড়ে মারা যাওয়া শ্রমিকরা তার জ্বলন্ত উদাহরণ।
তিনি আরও বলেন, ৮০ এর দশকের পর থেকে নারী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি। নারী শ্রমিকদের ওপর শোষণ ও নির্যাতন আরেকটি নতুন মাত্রা পায়। সেটা হলো যৌন হয়রানি। এর বিরুদ্ধে নারী-পুরুষ শ্রমিকদের ঐকবদ্ধভাবে দাঁড়াতে হবে। আমিনুল ইসলাম শামা এই প্রতিবাদ প্রতিরোধের অন্যতম দৃষ্টান্ত। এজন্য তাকে বার বার সামনে আনতে হবে।
রেহনুমা আহমেদ বলেন, শ্রমিক মাত্রই এখন আর শুধু পুরুষ শ্রমিক নন। নারী শ্রমিকের সংখ্যা গত কয়েক দশকে বৃদ্ধি পেয়েছে বহুগুণ। ফলে এই শ্রমিকরা যেমন শোষণ নিপীড়ন এবং স্বৈরতান্ত্রিক ক্ষমতার বিরুদ্ধে লড়াই করছেন একইসাথে তাদের লড়াই করতে হবে পিতৃতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধেও। পোশাক শ্রমিকদের মধ্যে যে মাত্রাতেই হোক এ লড়াই শুরু হয়েছে এবং শামা ছিলেন এ লড়াইয়ের অগ্রসেনাদের একজন।
শিশুদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শ্রমিক নেতা শামার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৩ আগস্ট আশুলিয়ায় শিশুদের চিত্রাঙ্কনের আয়োজন করা হয়। শুক্রবার (২০ আগস্ট) আশুলিয়ার ভাদাইল গ্রামে শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপ্রধান তাসলিমা আখতার, আমিনুল ইসলাম শামার মা আম্বিয়া খাতুন, আশুলিয়া শাখার সভাপ্রধান বাবুল হোসেন, সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলামসহ অন্যান্য নেতারা।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এমজেএফ