ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ৩০০ হকারকে ত্রাণ দিল কালের কণ্ঠ শুভসংঘ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
রাজশাহীতে ৩০০ হকারকে ত্রাণ দিল কালের কণ্ঠ শুভসংঘ রাজশাহীতে ৩০০ হকারকে ত্রাণ দিল কালের কণ্ঠ শুভসংঘ

রাজশাহী: রাজশাহী মহানগরের ৩০০ হকারকে খাদ্য সহায়তা দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। এছাড়া সবার মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

শনিবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী নগর ভবনের গ্রিন প্লাজায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কালের কণ্ঠ শুভসংঘ এ সহায়তা দেয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।  

তিনি বলেন, 'করোনাকালীন মানুষের যে দুঃখ-দুর্দশা চলছে, তা নিরসনে যে যার মতো মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সাহেব দেশের প্রতিটি উপজেলায় ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন। এই মহৎ উদ্যোগের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। অসময়ে পাশে দাঁড়ানোর জন্য নিশ্চয়ই তিনি সবার দোয়া পাবেন। আমি মনে করি, যাদের সামর্থ্য রয়েছে তারা সরকারের পাশাপাশি এভাবে এগিয়ে এলে জনগণের কষ্ট অনেকটাই লাঘব হবে। ’

অনুষ্ঠানে ত্রাণ নিতে এসে পত্রিকা হকার শাহ আলম জানান, ১৯৮৮ সাল থেকে তিনি পত্রিকার হকারি করেন। মা-বাবা আর ছেলেমেয়েদের নিয়ে এতদিন ভালোভাবেই সংসার চললেও করোনার পর থেকে টানাপোড়েন বেড়েছে। আগে প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করলেও এখন তা নেমেছে ২০০ টাকায়। তাই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।  

সহায়তা পেয়ে আলম বলেন, করোনার জন্য আমরা খুব কষ্টে জীবন কাটাচ্ছি। এ সময়ে বসুন্ধরা গ্রুপের খাবার পেয়ে খুব উপকার হলো। ছেলেমেয়ে নিয়ে কিছুদিন খেয়ে-পরে বাঁচতে পারবো। বিপদে আমাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের ধন্যবাদ।

সেলিম রেজা নামের আরেক পত্রিকা হকার বলেন, আগের মত পত্রিকা বিক্রি হয় না। করোনার জন্য মানুষ পত্রিকা নিতে চায় না। বিশ্ববিদ্যালয়ের হলও বন্ধ। তাই সেখানেও বিক্রি করতে পারি না। ছেলেমেয়ে নিয়ে কষ্ট করে আছি। আজকে বসুন্ধরা থেকে যে সাহায্য পেলাম, তাতে অনেক উপকার হলো। আমাদের দুর্দিনে তারা পাশে দাঁড়িয়েছেন দেখে ভালো লাগছে।

বসুন্ধরা গ্রুপের সহায়তায় প্রত্যেককে ১০ কেজি চাল, তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়। এছাড়া সবার মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা, বাংলাদেশ প্রতিদিনের রাজশাহী জেলার ব্যুরো প্রধান কাজী শাহেদ, বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন, কালের কণ্ঠের ফটো সাংবাদিক সালাউদ্দিন, নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরা পারসন এস এ বাপ্পী, আতিকুল ইসলাম কৌশিক, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুজ্জামান নবাবসহ অমিত হাসান, শাহিনুল ইসলাম, জেসমিন আরা, মুত্তাকিন আলম, রাজশাহী কলেজ শাখার সাব্বির, মরিয়ন্নেছা, লিমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এসএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।