ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বনানী অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটার দগ্ধ 

মিরাজ মাহবুব ইফতি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
বনানী অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটার দগ্ধ  আহত ফায়ার ফাইটার

ঢাকা: রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার এমিকনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এক ফায়ার ফাইটার আহত হয়েছেন। আগুনের তাপে তার ঘাড়ের একপাশ পুড়ে গেছে।

শনিবার (২১ আগস্ট) দুপুর ১২ টার দিকে ভবনটিতে আগুন নেভানোর সময় তিনি আহত হন। এ সময় ভবনটি থেকে নেমে রাস্তায় বসে পরেন।  

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার বাংলানিউজকে বলেন, বনানী অগ্নিকাণ্ডে শনিবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৫ ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ১৫০ জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছেন। এ সময় উত্তরার একজন ফায়ার ফাইটার আহত হন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মো. মনিরুজ্জামান নামের একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। ভবনটির তিন তলার এমিকনের গোডাউনের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি আহত হন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি এখন উত্তরা ফায়ার স্টেশন আছেন।


বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এমএমআই/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।