ঢাকা: রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় নির্মাণাধীন ভূমি অফিসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তালহা (২৭) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগস্ট) দুপুর ২টায় এ ঘটনা ঘটে।
তালহার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
মৃত তালহার সহকর্মী মো. জাহিদ বাংলানিউজকে জানান, তারা ৬ জন মিলে তেজগাঁও সাতরাস্তায় নির্মাণাধীন ভূমি অফিসের বেজমেন্টে রঙের কাজ করছিলেন। বেজমেন্টে অন্ধকার থাকায় বাতি জ্বালিয়ে কাজ করতে হয়। তালহা কাজ করার সময় বাতি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এজেডএস/এমজেএফ