ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

নড়াইলে চালককে জরিমানা করায় বাস বন্ধ, ৩ ঘণ্টা পর প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
নড়াইলে চালককে জরিমানা করায় বাস বন্ধ, ৩ ঘণ্টা পর প্রত্যাহার

নড়াইল: নড়াইল-কালিয়া রুটে যাত্রীবাহী বাসের চালককে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা ও মারধরের অভিযোগ যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।

শনিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে নড়াইল-লক্ষীপাশা সড়কের মালিবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

মারধরের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত শ্রমিকেরা রাস্তায় থাকার ঘোষণা দিলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচারের আশ্বাসে দুপুর ১টার দিকে আন্দেলন প্রত্যাহার করে নেয় শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানায়, শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট শিবুপদ দাস নড়াইল-কালিয়া সড়কের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১৪-০০-০৪০) এবং রেলওয়ের কাজে নিযুক্ত একটি গাড়িকে নড়াইল-ঢাকা সড়কের মালিবাগ মোড়ে আটকায়। উভয়ের কাছে ৫০ হাজার টাকা জরিমানা দাবি করে। এসময় কালিয়া রুটের বাস চালকের কাছে গাড়ির কাগজ ও লাইসেন্সের চাইলে কাগজ দিতে কিছুটা দেরি হয়। এতে ম্যাজিস্ট্রেট ক্ষেপে গিয়ে তার সঙ্গে থাকা আনসারদের বাসের হেলপার মশিয়ারকে মারতে নির্দেশ দেন। ম্যাজিস্ট্রেট নিজেও মশিয়ারকে মারধর করেন বলে তারা অভিযোগ করেছেন।  

তারা আরো বলেন, ম্যাজিস্ট্রেট শিবুপদ নিজেই ওই বাস চালক আহাদকে কলার ধরে টেনে নিজ গাড়িতে তুলে নেয়। এরপর চালককে ২ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করে। এ ঘটনার পরপরই নড়াইল-যশোর-খুলনা, সড়কের মালিবাগসহ বিভিন্ন সড়ক অবরোধ করেন বিক্ষুদ্ধ শ্রমিকরা।

খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রিয়াজ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমি মজুমদার ঘটনাস্থলে আসেন। তারা বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা করে ঘটনার মিমাংসার আশ্বাস দেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের করা জেল ও জরিমানা প্রত্যাহারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকেরা।

জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক বাংলানিউজকে বলেন, ম্যাজিস্ট্রেট শিবুপদ দাস সড়কে এক ধরনের চাঁদাবাজি স্টাইলে শ্রমিকদের মারধর করেছে, জেল জরিমানা প্রত্যাহার সাপেক্ষে অবরোধ তুলে নেওয়া হয়েছে।

নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাদেক খান বাংলানিউজকে বলেন, কাগজপত্র দিতে দেরি হলে ম্যাজিস্ট্রেট কোন ড্রাইভারকে মারধর করতে পারেন না, আমরা এর সুষ্ঠু বিচার চাই। সড়ক অবরোধ তুলে নেওয়া হলেও এর বিচার না হওয়া পর্যন্ত শ্রমিকেরা প্রতিবাদ করতে থাকবে।

নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, এভাবে চললে তো সড়কে কোনো আইনই বাস্তবায়ন করা সম্ভব নয়। এরপরও শ্রমিকদের কোনো অভিযোগ থাকলে তা শুনে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে  রোববার (২২ আগস্ট) দুপুরে আমরা সবপক্ষ বসবো। আশাকরি একটি ভালো সমাধানে আসতে পারবো।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।