ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বনানীতে যান চালাচল স্বাভাবিক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
বনানীতে যান চালাচল স্বাভাবিক 

ঢাকা: রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার এমিকন নামে একটি প্রতিষ্ঠানের গোডাউনে আগুন লাগায় শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে নয়টায় পার্শ্ববর্তী রাস্তা বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এতে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে সড়কটিতে যান চলাচল শুরু হয়। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা সড়কটি বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এতে সড়কটির পশ্চিম পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তর পাশের সড়কে ধীরগতিতে যান চলাচল করতে থাকে। এ কারণে মগবাজার ও ফার্মগেট থেকে এ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আর এ যানজট ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকায়।

বিকেল পাঁচটায় দুই পাশে যান চলাচল আবারও শুরু হলে সড়কে গাড়ির চাপ কিছুটা কমতে দেখা যায়। এতে সড়কে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকা যাত্রী ও বাস চালকরা স্বস্তির নিশ্বাস ফেলেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনের ভেতরে তাদের সার্চিং অভিযান শেষ হয়েছে। ভেতরে তারা কোনো হতাহত হওয়া লোকজনের সন্ধান পায়নি। এছাড়া এখন পর্যন্ত তাদের কাছে নিখোঁজের কোনো দাবিও আসেনি।  

তারা আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নির্বাপন এখনও হয়নি। এমিকনের গোডাউনে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় এখনও থেমে থেমে আগুন জ্বলছে ভবনটির ভেতরে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে বলতে পারছেন না। তদন্ত কমিটির প্রতিবেদনে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এর আগে, শনিবার (২১ আগস্ট) সকাল নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।