রাজশাহী: রাজশাহী মহানগরীর সাহেব বাজারের সুমন স্টোর নামে একটি ডিমের দোকানে বিক্রি হচ্ছিল টিসিবির তেল। দোকানটিতে অভিযান পরিচালনা করে ৪৮ লিটার তেল জব্দ করা হয়।
শনিবার (২১ আগস্ট) দুপুরে অভিযান পরিচালনা করে তেল জব্দ ও নগদ জরিমানা করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।
বাংলানিউজকে তিনি বলেন, রাজশাহী মহানগরের সাহেব বাজারের সুমন স্টোর নামে একটি ডিমের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ন্যায্য মূল্যে বিক্রির জন্য সরকারের ভর্তুকি দেওয়া ৪৮ লিটার টিসিবির তেল জব্দ করা হয়। এ অপরাধে দোকান মালিক সুমনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়।
হাসান-আল-মারুফ আরও জানান, বোয়ালিয়া থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তাদের স্বার্থে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এসএস/এমজেএফ