পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জমি নিয়ে বিরোধে বড় বোনের হাতে মাকনু বেগম (৪০) নামে এক নারী খুন হয়েছেন।
শনিবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার পাড়েরহাট বাজারে এ ঘটনা ঘটে।
মাকনু বেগম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কামাল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার বাদুরা গ্রামের মৃত আবদুর রব কাপড় ব্যবসায়ী ছিলেন। বাদুরা গ্রামে তার বসতবাড়ি, নাল জমি ও পার্শ্ববর্তী ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাজারে চারটি দোকান রয়েছে। ৩০ বছর আগে মারা যান আবদুর রব। কোটি টাকার সম্পদের উত্তরাধিকারী তার দুই মেয়ে কামরুন্নাহার (৫০) ও মাকনু বেগম (৪০)। বাবার রেখে যাওয়া সম্পদের ভাগ–বাটোয়ারা নিয়ে দুই বোনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
১ আগস্ট কামরুন্নাহার ও গত বৃহস্পতিবার মাকনু বেগম বাবার বাড়িতে যান। সকাল সাড়ে ১০টার দিকে পাড়েরহাট বাজারের একটি ঘরে দুই বোনের মধ্যে ঝগড়া হয়। এরপর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় কামরুন্নাহার ছোট বোন মাকনু বেগমের মাথায় আঘাত করেন। এতে মাকনু বেগম অচেতন হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাকনু বেগমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পিরোজপুর সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় ইউপি সদস্য মো. মহসিন হাওলাদার জানান, মৃত আব্দুর রব তালুকদার পাড়েরহাট বন্দরে চারটি দোকান ঘরসহ অনেক সম্পদ রেখে গেছেন। এ নিয়ে তার ২ মেয়ে দোকান ঘর ও সম্পত্তি ভাগ-বন্টন করতে শ্বশুর বাড়ি থেকে পাড়েরহাট বাবার বাড়িতে আসেন। জমি ভাগ-বন্টনের নিয়ে বড় বোনের হাতে ছোট বোন খুন হন।
ইন্দুরকানী থানার পরিদর্শক (তদন্ত) এম শামীম আহমেদ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য কামরুন্নাহারকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহত মাকনুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এনটি