সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২১ আগস্ট) দুপুরের দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী দেবের গ্রাম পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে দিরাইয়ের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। পথে গাগলী দেবের গ্রাম পয়েন্টে এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। তবে কারও অবস্থা গুরুতর নয়।
শান্তিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল হাওলাদার বাংলানিউজকে জানান, বাসটি জব্দ করা হয়েছে।
বাংলাদেশে সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এসআরএস